#Pumpkin flower pakora/ কুমড়ো ফুলের বড়া Recipe. How to set it up? What are the ingredients? Cooking tips and more… This is one of my favourite food recipe, this time i’am gonna make it a little bit tasty.
Here is the best "#Pumpkin flower pakora/ কুমড়ো ফুলের বড়া" recipe we have found so far. This will be smell and look delicious.
Ingredients of #Pumpkin flower pakora/ কুমড়ো ফুলের বড়া
- Take of কুমড়ো ফুল.
- It’s of বেসন ১কাপ.
- Take of চালের গুঁড়ো ১/২কাপ অথবা সুজি ১/২কাপ.
- You need of নুন পরিমান মতো.
- It’s of হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো.
- It’s of খাবার সোডা / baking soda.
- Take of তেল ভাজার জন্য.
#Pumpkin flower pakora/ কুমড়ো ফুলের বড়া instructions
- ফুলের বোটা গুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। সুতির কাপড়ে ফুল গুলো মুছে নিতে হবে যাতে জল না থাকে ।.
- বেসনের মধ্যে চাল গুঁড়ি বা সুজি, নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ সব দিয়ে পরিমান মতো জল দিয়ে ব্যাটার তৈরী করে নিতে হবে।.
- কড়াই এ তেল দিয়ে তেল ভালো করে গরম হয়ে গেলে একটা একটা করে ফুল বেসনের ব্যাটারে ডুবিয়ে তেল এ দিতে হবে।.
- মাঝারি আঁচে গ্যাস রাখতে হবে। ভালো করে দুদিক ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে ।.
- ওপর থেকে বিট নুন ও চাট মশলা জড়িয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন কুমড়ো ফুলের বড়া ।.